শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত ও পদত্যাগ করা শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। আজ সোমবার সকালে সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় দু'টি কারখানার পদত্যাগ করা শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় শ্রমিকরা বলেন, কারখানা দু'টির পদত্যাগ করা শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা দ্রুত পরিশোধ করতে হবে, তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com