ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

IMG
13 October 2025, 3:22 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে আবারও ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডেইরি ফার্মের কর্মচারীর বেতনের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। গতকাল রোববার (১২ অক্টোবর) গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল উপপরিদর্শক ফাইজুর খাঁন।

গত ৯ অক্টোবর বিকেলে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকার অরুণাপল্লির গেটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ডেইরি ফার্মের কর্মচারী আব্দুর রশিদ। তিনি সাভারের কলমা এলাকায় বসবাস করতেন এবং ডেইরি ফার্মে চাকরি করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর টাইম স্কেলের বেতন দেওয়া হয়। বেতন উত্তোলনের সময় অজ্ঞাত এক ব্যক্তি ভুক্তভোগীর আশেপাশে ঘোরাঘুরি করেন যা সিসি ক্যামেরায় ভিডিওতে দেখা যায়। এতে সন্দেহ হলে ওই কর্মকর্তা দ্রুত অটো রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেইরী ফার্মের গেটের সামনে ডিবি পরিচয়ে ভুক্তভোগীর গতিরোধ করে বেতনের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। ওই ঘটনা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়। পরবর্তীতে অটো চালকের কাছে ৬৮ হাজার টাকা ফেরত দিয়ে ছিনতাইকারীরা চলে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর খান বলেন, ছিনতাইকারী নাকি আবার প্রায় ৬৮ হাজার টাকা ফেরত দিয়েছে। বিষয়টি নিয়ে সন্দেহ হচ্ছে। আসলে এটা ছিনতাই নাকি অন্য ঘটনা তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানাবো। 

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জালাল উদ্দীন বলেন, যারাই ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই করবে; তাদের আটক করে ডিবি পুলিশ অথবা থানায় সংবাদ দিন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন