ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ঢাকা ফুড ফেস্ট শুরু হবে শুক্রবার

IMG
22 May 2024, 7:10 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: উইজার্ড শোবিজের উদ্যোগে আগামী শুক্রবার (২৪ মে) ঢাকা ফুড ফেস্ট- ২০২৪ শুরু হবে। দুইদিন ব্যাপী এ ফুড ফেস্ট বসুন্ধরার আইসিসিবির ৩নং হলে সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।এতে ভোজনরসিক বাঙালি দর্শনার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যকর ও আকর্ষণীয় স্বাদের হরেক রকম দেশী-বিদেশী খাবার ও পানীয় এর বিস্তৃত আয়োজন।

মেলার প্রথম দিন বিকাল ৩ টায় ফিতা কেটে লাইভ কনসার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এফডিসির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। মেলার প্রথম দিন লাইভ কনসার্ট মাতাতে থাকবে জনপ্রিয় মিউজিক ব্যান্ড সাবকনশাস, ভাইকিংস ও সোনার বাংলা সার্কাস। পাশাপাশি দ্বিতীয় দিন মঞ্চ মাতাতে থাকবে আর্ক, মিজান এন্ড ব্রাদার্স ও ব্ল্যাক জ্যাং।

এ মেলায় একই ছাদের নিচে লাইভ কনসার্ট উপভোগের পাশাপাশি নানাবিধ খাবারের লোভনীয় পসরা দর্শনার্থীদের করবে বিমুগ্ধ ও পরিতৃপ্ত- এমনটাই আশা করছেন আয়োজকরা। মেলার টাইটেল স্পন্সর লাভেলো।


ফজলে রাব্বী/ বাংলাদেশ গ্লোবাল

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন