ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

৪০ হাজার ডলার ভিত্তিমূল্য, এলপিএলে দল পেলেন না তামিম

IMG
21 May 2024, 5:03 PM

, বাংলাদেশ গ্লোবাল: লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের জন্য আজ মঙ্গলবার নিলাম অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বাংলাদেশ থেকেও নাম দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন তামিম ইকবালও। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন।

ব্যাটারদের ক্যাটাগরিতে তামিমের নাম ডাকা হয়েছিল। তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার। এই দামে তামিমকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্যাঞ্চাইজি।

লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। ৫০ হাজার ডলার ভিত্তি মূল্যের মুশফিকুর রহিমও অবিক্রিত থেকেছেন।

৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাওহীদ হৃদয়কেও কেউ নেয়নি। একই ভিত্তিমূল্যের নাজমুল হোসেন শান্তও অবিক্রিত থেকেছেন। ৩০ হাজার ভিত্তিমূল্যে নাম লেখালেও পেসার শরিফুল ইসলামকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন