ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাইবান্ধার তিন উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

IMG
21 May 2024, 5:17 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়ে চলছে গণনা। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতীহীন ভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত।

সকালে কেন্দ্রগুলোকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার একটি পৌরসভা ও তেরটি ইউনিয়নে ১৬৩টি কেন্দ্রে ৩ লাখ ৮৬ হাজার ৫৯৯ জন ভোটারর। এতে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস-চেয়ারম্যান ৮ জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত পলাশবাড়ী উপজেলায় ৮৩টি কেন্দ্রে ২ লাখ ২৩ হাজার ২০৯ জন ভোটারর। এতে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই সাথে একটি পৌরসভা ও সতেরটি ইউনিয়ন নিয়ে গঠিত গোবিন্দগঞ্জ উপজেলার ১৭২টি কেন্দ্রে ৪ লাখ ৪৫ হাজার ৮০৫ জন ভোটার। এতে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, ভোট শেষ হওয়া পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি টিমসহ প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দ্বায়িত্ব পালন করে। এছাড়া তিন উপজেলায় ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন