ঢাকা      বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কোপা আমেরিকায় শুরুতেই মেসি‘র নতুন রেকর্ড!

IMG
21 June 2024, 6:07 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়লেন তিনি।

কোপা আমেরিকায় ৩৫তম ম্যাচ খেলে পেছনে ফেললেন সার্জিও লিভিংস্টোনকে। তাছাড়া প্রথম আর্জেন্টাইন হিসেবে কোপার সাতটি আসরে অংশ নিলেন তিনি।

আরেকটি ঐতিহাসিক অর্জনের পর মেসি বলেছেন, ‘জাতীয় দলের সঙ্গে আরেকটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। আমি সবসময় বলি, এই ধরনের রেকর্ড বা কোনও রেকর্ডেই আমি মনোযোগ দেই না। সহজ কথায় আমি এই কোপা আমেরিকা উপভোগ করতে চাই। আমরা সবসময় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কখনও ভালো খেলি, কখনও বাজে। কিন্তু সবসময় প্রত্যেক ম্যাচে লড়াই করি।’

জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে কানাডাকে ২-০ তে হারিয়ে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু করলো আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি কোচ হয়ে আসার পর প্রথমবার কোনও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জিতলো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসি বলেছেন, ‘সত্যি হলো এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ স্কালোনি আসার পর প্রথমবার আমরা জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করলাম এবং এটা আপনার মনে বাড়তি শান্তি দেয়। এটা কঠিন একটি গ্রুপ। এখন আমরা চিলির মুখোমুখি হবো। যদিও তারা এখনও তাদের প্রথম ম্যাচ খেলেনি, গ্রুপে আরও দুটি কঠিন ম্যাচ বাকি আছে। তবে জয় দিয়ে শুরু করা এবং তিন পয়েন্ট যোগ করা অবশ্যই মনকে শান্তিতে রাখে।’

আগামী মঙ্গলবার নিউজার্সিতে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি জিতলে পেরুর মুখোমুখি হওয়ার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তারা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন