ঢাকা      সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ন্যায়কুঞ্জের ফলে বিচারপ্রার্থীরা স্বাচ্ছন্দ বোধ করবেন: প্রধান বিচারপতি

IMG
23 May 2024, 7:36 PM

নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সাথে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ৫২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ন্যায়কুঞ্জ স্থাপনের ফলে আদালতে আসা বিচার প্রার্থীরা স্বাচ্ছন্দ বোধ করবেন এবং বিশ্রাম নিতে পারবেন। তিনি আরও বলেন, মামলার জট কমাতে বিচারক সংকট দুরীকরণ এবং মামলার দীর্ঘসুত্রিতা কমিয়ে আনতে বিচার বিভাগ কাজ করছে। এছাড়াও বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয় উল্লেখ করে বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসার আহবান জানান তিনি।

নীলফামারীর জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ৩ জুন এই ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। গণপূর্ত বিভাগ এটির নির্মাণ কাজ সম্পন্ন করে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন