ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

IMG
24 June 2024, 8:20 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। সেমির দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। অন্যদিকে, টুর্নামেন্টে অপরাজিত ভারত কিছুটা নির্ভার। এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ।

আজ সোমবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। অ্যাস্টন অ্যাগারের জায়গায় একাদশে ফিরেছেন মিচেল স্টার্ক। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে লড়বে ভারত।

এবারের আসরে এখনও অবধি ভারত অপরাজিত। তবে অস্ট্রেলিয়া কিছুটা চাপে আছে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেললেও আফগানিস্তানের কাছে এক হারে অবস্থান এখন কিছুটা নড়বড়ে। সেমিফাইনালে জায়গা করে নিতে আজ ভারতকে হারাতেই হবে তাদের। এর অন্যথা হলে আফগানিস্তান ও বাংলাদেশের সুযোগ বাড়বে।

অজিদের জন্য তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি বাঁচা-মরার। ভারত অবশ্য খুব একটা দুশ্চিন্তায় নেই। বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে, যেটুকু আছে তা অতি গাণিতিক। তাদের বরং লক্ষ্য হবে সুপার এইটে গ্রুপ ‘১’-এর চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে জায়গা করে নেয়ার। আর সেটা করার সবচেয়ে সহজ উপায় অবশ্যই অজিদের হারিয়ে দেয়া।

এবারের বিশ্বকাপে অনেক ম্যাচেই অনাহুত অতিথি হিসেবে হাজির হয়েছে বৃষ্টি। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। এর ফলে ম্যাচের ওভার কমে আসতে পারে। সেক্ষেত্রে জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে থাকা গ্রুপ ‘১’-এর সেমিফাইনালের হিসাব-নিকাশ আরও ঘোলাটে হতে পারে।

এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ভারতকে বিপদে পড়তে হবে না। তবে অজিদের মাথার উপর কিছুটা দুশ্চিন্তার কালো মেঘ থাকবে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই বাদ পড়ে যাবে বাংলাদেশ। সবচেয়ে বড় উপকারটা হবে আফগানদের। সে প্রেক্ষাপটে বাংলাদেশকে হারাতে পারলেই সব জটিল সমীকরণকে পাশ কাটিয়ে সেমিতে চলে যেতে পারবে তারা।

ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, রিশাভ পান্ত, সুরিয়া কুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও আর্শ্বদীপ সিং।

অস্ট্রেলিয়া একাদশ :
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন