ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

চাঁদের নমুনা নিয়ে ফিরলো ছাংএ্য-৬: সি চিন পিংয়ের অভিনন্দন

IMG
26 June 2024, 5:43 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চাঁদের ‘অন্ধকার দিক’ থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার লক্ষ্য নিয়ে ৫৩ দিন আগে শুরু হওয়া ছাংএ্য-৬ মিশনের সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এক অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, ছাংএ্য-৬ মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো চন্দ্রের ‘অন্ধকার দিক’ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে। এটি চীনকে মহাকাশ-গবেষণা ও বিজ্ঞান খাতে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় অর্জিত আরেকটি সাফল্য। বিগত ২০ বছর ধরে চন্দ্র অনুসন্ধান প্রকল্পে অংশগ্রহণকারী সকল কর্মী সাহসের সাথে কাজ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তাঁদের অবদান চীন ও চীনা জনগণ কখনই ভুলে যাবে না।

সি চিন পিং আশা করেন, সংশ্লিষ্টরা ভালোভাবে চাঁদের নমুনা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করবেন, গভীর মহাকাশ অনুসন্ধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং এক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার দিকে নজর রাখবেন। পাশাপাশি মানবজাতির কল্যাণে মহাকাশ-গবেষণাকে কাজে লাগানো, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে চলা অব্যাহত রাখা এবং চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন