ঢাকা      বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বল ভেবে ককটেলে ব্যাটের আঘাত, বিস্ফোরণে আহত দুই শিশু

IMG
19 June 2024, 9:00 PM

যশোর, বাংলাদেশ গ্লোবাল: রাস্তার ধারে কুড়িয়ে পাওয়া ককটেল দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মোসাম্মাৎ মারিয়া (৭) নামের দুই শিশু আহত হয়েছে।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে যশোরের শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত আকিনুল হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং মারিয়া মেহেদী হাসানের মেয়ে।

স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত ককটেলকে বল ভেবে ব্যাট দিয়ে আঘাতের পর বিস্ফোরণ ঘটলে দুজনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন