ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

তিহার জেলে ফিরছেন দিল্লির মুখ্যমন্ত্রী

IMG
02 June 2024, 11:52 AM

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো। ফলে আবারও জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আজ রোববার তিহার জেলে আত্মসমর্পণ করতে হবে তাকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ গতকাল শনিবার শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। কিন্তু শেষ ধাপের ভোটের পরদিনই তাকে আত্মসমর্পণ করতে বলেছিল আদালত।

ভোট শেষে তিনি রোববার বিকেল ৩ টার দিকে বাড়ি ছেড়ে জেলের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছেন।

অবশ্য শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। কিন্তু শনিবার দীর্ঘ শুনানির পর তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আগামী ৫ জুন পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিচারক কাবেরী বায়েজা।

জানা গেছে, কেজরিওয়ালের তরফ থেকে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতেই তীব্র বিরোধিতা করেন ইডি-র আইনজীবী।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন