ঢাকা      মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কুয়েতে বহুতলে আগুন: দগ্ধ হয়ে ৪০ ভারতীয়সহ ৪৯ জনের মৃত্যু

IMG
12 June 2024, 8:18 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ শহরে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ ভারতীয়সহ ৪১ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও প্রায় ৫০ জনকে।

আজ বুধবার কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ আহমেদ ফাহাদ আল-আহমাদ আল-সাবাহ'র বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় এই আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার অগ্নিকাণ্ডের কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকারীরা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এক তলায় থাকা সিলিন্ডারে আগুন ধরে যাওয়ার কারণেই ঘটনাটি ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল ইউসেফ এই বিপর্যয়ের জন্য ভবন মালিক ও কম্পানির অপারেটরদের অবহেলা ও লোভকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, ভবন মালিক, কোম্পানির মালিক এবং ভবনের গার্ডকে আটক করা হয়েছে। এ ঘটনার আরো তদন্ত করা হবে।

যে ভারতীয়দের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই দক্ষিণ ভারতের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডলে পোস্ট করে জয়শঙ্কর লিখেছেন, ‘‘কুয়েতের ঘটনাতে শোকাহত। ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ৫০ জন হাসপাতালে ভর্তি। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।’’

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন