ঢাকা      বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

পর্যটকদের জন্য টাঙ্গুয়ার হাওর বন্ধ ঘোষণা

IMG
18 June 2024, 10:29 PM

সুনামগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: বন্যা পরিস্থিতি অবনতির কারণে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের (ইউএনও) ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

গত রাত থেকে ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ১২ উপজেলাই এখন বন্যা প্লাবিত। জেলার অন্তত ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি খারাপ ও হাওরে উত্তাল ঢেউ থাকার কারণে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন