ঢাকা      বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

পুঁজিবাজারে কমেছে লেনদেন

IMG
02 July 2024, 6:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক উত্থান-পতনের মধ্যেই ছিল আজকের কার্যদিবসে। তবে উভয় শেয়ারবাজারেই দিনশেষে কমেছে লেনদেন। আজ মঙ্গলবার পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে মঙ্গলবার বেড়েছে প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের মান। প্রধান মূল্য সূচকটি ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪০ দশমিক ১৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ০১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯০৪ দশমিক ৬৩ পয়েন্ট ও ১ হাজার ১৭৭ দশমিক ৭৪ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৭২ কোটি ৫ লাখ টাকা।

এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৩টি কোম্পানির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। এ ছাড়া সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং অ্যান্ডি ডাইং ইন্ডাস্ট্রিজ এবং জেমিনি সি ফুড পিএলসি ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ২৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১ দশমিক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৭২ দশমিক ০৮ পয়েন্টে ও ৯ হাজার ৭৬ দশমিক ২৭ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭ দশমিক ২২ পয়েন্টে ও ১১ হাজার ৮৯৩ দশমিক ৬৮ পয়েন্টে। অন্যদিকে সিএসআই সূচক শূন্য দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৯৯০ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতেও মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬১০ কোটি ৭৪ লাখ টাকা।

সিএসইতে ২১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারদর।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন