ঢাকা      শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু

IMG
02 July 2024, 6:31 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক ‌, বাংলাদেশ গ্লোবাল: ভারতের উত্তর প্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৫ নারীসহ ২৭ জনের মৃত্যু হয়েছে।
ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শিবের জন্য একটি 'সৎসঙ্গ' (প্রার্থনা সভা) চলাকালীন পদদলিত হওয়ার এ ঘটনা হয়।

কমিউনিটি হেলথ সেন্টারের ভিজ্যুয়ালে দেখা যায়, সেখানে বেশ কিছু লাশ আনা হচ্ছে। উপস্থিতি দেখা গেছে কান্নারত স্বজনদেরও।

সেখানকার চিফ মেডিকেল অফিসার ডা. উমেশ কুমার ত্রিপাঠী বলেছেন, আমরা ২৭টি মৃতদেহ পেয়েছি, যার মধ্যে ২৫ জন নারী। আহত কয়েকজনকেও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা শুনেছি, একটি ‘সৎসঙ্গ’ চলাকালীন পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

তবে ইটাহ’র সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাজেশ কুমার বলেছেন, হাথরাসের সিকান্দ্রা রাও থানার সীমানার মধ্যে একটি গ্রামে পদদলিত হয়ে নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৭টি মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে ২৩ জন নারী এবং তিনটি শিশু রয়েছে।’

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনা জানার পর, তার নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন