ঢাকা      শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ইসরাইলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালালো হিজবুল্লাহ

IMG
06 July 2024, 11:13 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে নতুন করে আরেক দফা সামরিক অভিযান চালিয়েছে। শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে। ওই হামলায় অন্তত দু’জন ইসরাইলি সেনা আহত হয়েছে বলে দেশটিরনগণমাধ্যম জানিয়েছে।

এছাড়া উত্তর ইসরাইলের স্লোমি বসতিতে অবস্থিত একটি ভবনেও রকেট হামলা চালানো হয়েছে। ভবনটি ইসরাইলি সেনারা ব্যবহার করছিল। হিজবুল্লাহর নিক্ষেপ করা এসব রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরাইলি সূত্রগুলো।

এদিকে, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির সেনারা শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের আল-ফাখার ও কফার শুবা এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছে।

এর আগে, হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারই ইসরাইলি সেনাদের একটি জমায়েতস্থলে হামলা চালায় যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করে। হামলার ফলে ওই এলাকায় আগুন লেগে যায় এবং ইসরাইলি বাহিনীর হতাহতের ঘটনা ঘটে।

হিজবুল্লাহর পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর ইসরাইলের বিভিন্ন সেনা অবস্থানে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।

ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ। সংগঠনটি বলছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরাইলি আগ্রাসন বন্ধ হওয়া মাত্র ইসরাইল-লেবানন সীমান্তে নিজেদের অভিযান বন্ধ করবে হিজবুল্লাহ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন