ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

দেশে পরিবর্তন চাই, অপেক্ষা করছি: মমতা

IMG
08 June 2024, 8:27 PM

কলকাতা, বাংলাদেশ গ্লোবাল: : 'দেশে পরিবর্তন প্রয়োজন। আমরা অপেক্ষা করছি।' শনিবার নব নির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটের বাসভবনে বৈঠকের পর একথা জানালেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের পক্ষ থেকে এদিনের বৈঠকে লোকসভা ও রাজ্যসভার নেতা নির্বাচিত করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, লোকসভার নেতা নির্বাচিত করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েছেন চিফ হুইপ। অন্যদিকে রাজ্যসভার নেতা হিসেবে দায়িত্ব সামাল দেবেন ডেরেক ও'ব্রায়েন এবং ডেপুটি লিডার সাগরিকা ঘোষ। সেইসঙ্গে জানিয়েছেন, হরিয়ানার কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে সাংসদদের একটি দল পাঠাচ্ছে তৃণমূল।
নবগঠিত লোকসভায় যে সাংসদরা প্রথম থেকেই এনডিএ সরকারের প্রতি আক্রমণাত্মক হবেন এদিন তা বুঝিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, 'সাংসদদের বলা হয়েছে বসে না থাকতে।' ভবিষ্যতে তাঁদের 'ইন্ডিয়া' জোট যে সরকারে আসতে পারে এদিন সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'মোদিকে কেউ চায় না। তাঁর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া।' এই প্রসঙ্গেই তিনি জানান, 'দেশে পরিবর্তন প্রয়োজন। আমরা অপেক্ষা করছি।' তাঁর কথায়, এনডিএ সরকার বেশিদিন স্থায়ী হবে না। ইন্ডিয়া জোট আজ সরকার গঠন করেনি বলে কাল করবে না এটা যেন কেউ না ভাবে। একইসঙ্গে তিনি জানান, যারা অগণতান্ত্রিকভাবে সরকার তৈরি করছেন তাঁদের তিনি শুভেচ্ছাও জানাবেন না। সরকার গঠনের দিনও তৃণমূলের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকবেন না বলেই জানিয়েছেন মমতা। দাবি করেছেন এগজিট পোলের নামে শেয়ার কেলেঙ্কারির তদন্তের।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন