ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন পদে পুনর্নির্বাচিত সোনিয়া গান্ধী

IMG
08 June 2024, 8:30 PM

নয়া দিল্লি, বাংলাদেশ গ্লোবাল: কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী। শনিবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ছিল। তাতেই চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে উপস্থিত সকল নির্বাচিত সাংসদরা তাতেই সিলমোহর দেন। ১৯৯৯ সালে কংগ্রেস সভানেত্রী হওয়ার পরই প্রথমবার লোকসভায় নির্বাচিত হন সোনিয়া। টানা ২৫ বছর পর এবার তিনি রাজ্যসভার সাংসদ। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্যের পরেই এবার ফের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হলেন।
শনিবার দিল্লির সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল, কার্তি চিদম্বরম, রাজীব শুক্লা, রণদীপ সূরজেওয়ালা, অজয় মাকেন, শশী তরুর সহ কংগ্রেসের সকল সাংসদ।


উল্লেখ্য, আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে একযোগে সকলেই বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করেছে। যদিও রাহুল এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন