ঢাকা      বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

অসদুপায় অবলম্বন: গাইবান্ধায় পাঁচ শিক্ষককে অব্যাহতি

IMG
02 July 2024, 5:34 PM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএম) পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে দুটি কেন্দ্রের পাঁচ মাদ্রসা শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকেও বহিস্কার করা হয়।

আজ মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্র দুটি পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলার দায়ে মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা কেন্দ্রের তিন জন ও এমএ মোত্তালিব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের দুই শিক্ষককে অব্যাহতি প্রদানের নির্দেশ প্রদান করেন। এসময় ওই দুই পরীক্ষা কেন্দ্র থেকে তিন শিক্ষার্থীকেও বহিস্কার করা হয়।

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, কাঁঠালবাড়ী মাদ্রাসার প্রভাষক কাজী ইমরান, শহরগছি মাদ্রসার প্রভাষক সাইদুর রহমান ও প্রভাষক আবু তালহা এবং মহিমাগঞ্জ এমএ মোত্তালিব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের দায়িত্বরত জগদীশপুর আছাব আলী ফাজিল দাখিল মাদ্রসার শিক্ষক শাহ আলম ও মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুল বারী।

বহিস্কৃতরা মহিমাগঞ্জ এমএ মোত্তালিব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের এইচএসসির (বিএম) দুইজন এবং মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা কেন্দ্রের একজন আলিম পরীক্ষার্থী।

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুখলেসুর রহমান ও এমএ মোত্তালিব টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কর্তব্যে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। আর পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে দুই কেন্দ্রের তিন শিক্ষার্থীকেও বহিস্কার করা হয়েছে।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন