ঢাকা      মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

টিকটক অ্যাকাউন্ট ব্লক করবেন যেভাবে

IMG
10 May 2024, 12:05 PM

সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ‍জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে অনেকেই বিভিন্ন কনটেন্ট উপভোগ করেন। তবে সবসময় পছন্দের কনটেন্ট আসবে এমন নয়। কখনও কখনও অনাকাঙ্ক্ষিত কিছু ভিডিও সামনে চলে আসে। এসব অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত কনটেন্ট না দেখতে চাইলে নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া যায়।

নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্লক করবেন যেভাবে
টিকটকে কোনো নির্দিষ্ট নির্মাতার বা নির্দিষ্ট ধরনের ভিডিও দেখতে না চাইলে ওই অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারেন। চলুন জানা যাক কীভাবে সহজে টিকটক অ্যাকাউন্ট ব্লক করবেন।

মোবাইল ফোন সংস্করণ
* প্রথমে টিকটকের অ্যাপে প্রবেশ করুন।
* যে অ্যাকাউন্ট ব্লক করতে চান সেটি সার্চ বার কিংবা ফলোয়ারের তালিকা থেকে খুঁজে বের করতে হবে।
* ব্যবহারকারীর প্রোফাইলে প্রবেশ করার পর স্ক্রিনের ওপরে ডান কোণায় শেয়ার আইকনে ট্যাপ করুন।
* শেয়ার উইন্ড সামনে আসলে সেখান থেকে ‘ব্লক’ বাটনে ট্যাপ করতে হবে।
* এরপর আরেকটি পপ-আপ উইন্ডো চালু হবে। সেখানে আবারও ‘ব্লক’ অপশন ট্যাপ করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আনব্লক করার জন্য ব্লক করা ব্যবহারকারীর টিকটক প্রোফাইলে যেতে হবে। এরপর প্রোফাইলে শো করা ‘আনব্লক’ অপশনে ট্যাপ করলেই হবে।

ওয়েব সংস্করণ
* প্রথমে পিসির ব্রাউজার থেকে টিকটক সাইটে যান।
* যে প্রোফাইল ব্লক করতে চান সেটি বেছে নিন।
* এরপর থ্রি-ডট মেন্যুতে ক্লিক করুন।
* ড্রপ ডাউন মেন্যু থেকে ‘ব্লক’ অপশনে ক্লিক করতে হবে।
* এরপর আরেকটি পপ-আপ উইন্ডো আসবে। সেখানে আবার ‘ব্লক’ অপশনে ক্লিক করুন।

কোনো ব্যবহারকারীকে আনব্লক করার জন্য আবারও প্রোফাইলে প্রবেশ করতে হবে। থ্রি-ডট মেন্যুতে ক্লিক করে ‘আনব্লক’ অপশনে ক্লিক করুন। এ ছাড়া ব্লক করা প্রোফাইলের ইউজারনেমের নিচেও আনব্লকের অপশন থাকে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন