ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযানে ডিএনসিসি

IMG
27 June 2024, 2:03 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারি খাল ও সড়কের জায়গা দখল করে খামার স্থাপনের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থিত সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ডিএনসিসির সম্পত্তি বিভাগের মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

সাদিক এগ্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে শুরু হওয়া অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে এই খামারে থাকা গরু ও ছাগলগুলো সরিয়ে ফেলে সাদিক এগ্রোর কর্মচারীরা। এদিন সকাল থেকে এগ্রোর আশপাশে প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেনকে দেখা যায়নি।

সম্প্রতি ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে খামারটি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন