ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কারাগার থেকে পালানো আসামিদের নিয়ে যা বললেন পুলিশ সুপার

IMG
26 June 2024, 11:26 AM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, মাত্র ১৫ মিনিটের মধ্যে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদিকে গ্রেফতার করা হয়। আজ বুধবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এসপি বলেন, আজ ভোর ৩টা ৫৫ মিনিটে আমরা জানতে পারি, বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি পালিয়েছে। খবর পাওয়ার পরপরই সদর থানা, আভিযানিক দলগুলোকে সর্বোচ্চ সতর্ক করা হয়। বিশেষ করে জেলা কারাগারের আশেপাশে সতর্ক অবস্থায় থাকে তারা। একপর্যায়ে বগুড়া জেল কারাগারের পাশে আমাদের একটি আভিযানিক দল চাষিবাজার নামক স্থান থেকে সেই পালিয়ে যাওয়া চারজনকে ধরতে সক্ষম হয়।

তিনি আরও জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদিকে যখন ধরা হয়, তখন সময় ভোর ৪টা ১০ মিনিট। এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে, আভিযানিক দলটির মাঝে ক্ষিপ্রতা ও দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করার দক্ষতা রয়েছে। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই চার কয়েদিকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) দিবাগত গভীর রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। তবে বুধবার ভোরে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করা হয়।

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি হলেন– বগুড়া জেলার ফরিদ শেখ ও জাকারিয়া, নরসিংদীর আমির হামজা এবং কুড়িগ্রামের নজরুল ইসলাম।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন