ঢাকা      বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস, নিহত ৭

IMG
11 May 2024, 10:53 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার (১০ মে) বিকেলে পিটার্সবার্গের একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রেলিং ভেঙে মইকা নদীতে পড়ে যায়। এতে বাসটি পুরোপুরি ডুবে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ।

রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, বাস দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে ছয় জন। ওই বাসে ২০ জনের মতো যাত্রী ছিল।

কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং সেতুর রেলিং দিয়ে বিধ্বস্ত হয়ে পানিতে প্রায় সম্পূর্ণ ডুবে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পথচারীরা পানিতে ঝাঁপ দিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। রুশ জরুরি সেবা মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে।

দুর্ঘটনার কারণ জানা না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালককে আটক করেছে পুলিশ।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন