ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

IMG
23 May 2024, 5:11 PM

ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

আগামী ২৯ মে বুধবার পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে সিটি কর্পোরেশন এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত ১ লাখ ১৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া, কাউন্সিলর শীতল সরকার ও হামিদা পারভীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন