ঢাকা      মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

IMG
29 June 2024, 3:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার দীর্ঘ আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সলিমপুর ইউনিয়নের ফকির হাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন নিহতসহ আহত হয়েছেন ৩ জন। নিহতের মধ্যে একজন মহিলা আরেকজন পুরুষ।

পুরুষের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রাম শহরের বড়পোল আবাসিক এলাকার মৃত আবু জাফরের ছেলে আবুল কাশেম (৬৪)। অন্যজন মহিলা (৪৫)। তার পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজীর স্বপ্না রানী (৪৯)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানা যায়, সকাল ৯টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (স্টার লাইন) দ্রুতগতিতে যাচ্ছিল। হঠাৎ বাসটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে আইল্যাডে উল্টে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা বাসের মধ্যে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে স্থানীয়রা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। ৪ জনকে আমরা বাসের ভেতর থেকে উদ্ধার করি। তার মধ্যে একজন মৃত মহিলা ও তিনজন আহত। কিন্তু মৃত মহিলাকে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়ার আগেই স্থানীয়রা তাকে নিয়ে যায়। আহত অপর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের মধ্যে কয়জন যাত্রী ছিল তা বলা যাচ্ছে না। স্থানীয়দের মুখে শুনেছি প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। ঘটনাস্থলে নিহতের কোন সন্ধান পাইনি। কিন্তু একজন নিহতের খবর শুনেছি। তার পরিচয় সনাক্ত করেছি। তিনি হলেন, নগরীর বড়পোল আবাসিক এলাকার মৃত আবু জাফরের ছেলে আবুল কাশেম (৬৪)। আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উল্টে গিয়ে আইল্যান্ডের ওপরে উল্টে যায়। এতে বাসটি পূর্ব পশ্চিমমুখী হয়ে যায়। বাসের অর্ধেক অংশ আইল্যান্ডের ওপরে বাকি অংশ চট্টগ্রাম মুখে লেনে ছিল। যার কারণে যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন