ঢাকা      মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মার্টিনেজের জোড়া গোলে মেসিবিহীন আর্জেন্টিনার জয়

IMG
30 June 2024, 11:02 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। বেঞ্চ পরীক্ষার ম্যাচে আগের ম্যাচের একাদশ থেকে ৯ জনকে পরিবর্তন করে পেরুর বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। ২-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন লাউতারো মার্টিনেজ।

রোববার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ২-০ গোলে পেরুকে হারিয়ে আর্জেন্টিনা।

শুরুতেই বল দখলে এগিয়ে থেকে পেরুর ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ২১ মিনিটে প্রথম সুযোগ পায় পেরু। কার্লোস জামব্রানোর হেড বাইরে দিয়ে চলে যায়৷ প্রথমার্থে দারুণ কিছু সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু গোল করতে ব্যর্থ হয় পারেদেস, ওতামেন্দি, ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজরা।

পুরো ৪৫ মিনিটে আর্জেন্টিনা ৭৯ শতাংশ বল নিজেদের দখলে নিয়েও গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। ৪৭ ও ৮৬ মিনিটে দলের হয়ে দুই গোল করেন লাউতারো। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা।


কিন্তু পেনাল্টি মিস করেন পারেদেস। শেষ পর্যন্ত সেই ২-০ গোলের জয়েই টানা তৃতীয় জয় নিশ্চিত করে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

১৯৯১ সালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার পর প্রথম আর্জেন্টাইন হিসেবে কোপার টানা তিন ম্যাচে তিন গোল করলেন মার্টিনেজ।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন