ঢাকা      রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

IMG
04 July 2024, 4:09 PM

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে আজমুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

আহত আজমুল হোসেনকে বিএসএফ উদ্ধার করে ভারতের পশ্চিমবঙ্গের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসীরা জানান, বৃহস্পতিবার সকালে আজমুল হোসেন সহ ৬-৭ জন বাংলাদেশী দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ভারতের মালুয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে আজমুল হোসেন গুরুতর আহত হন। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন