ঢাকা      বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
শিরোনাম

জলপ্রপাতের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের ৫ জন

IMG
01 July 2024, 10:53 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পরিবারের সবাই মিলে একসঙ্গে পিকনিক করতে গিয়েছিল। তবে মুহূর্তেই মধ্যেই আনন্দ পরিণত হলো বিষাদে। ভারতের মহারাষ্ট্রে একটি জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের পাঁচ সদস্য। এরইমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে খুঁজতে চলছে উদ্ধারকাজ।

রোববার (৩০ জুন) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এনডিটিভি বলছে, ছুটি কাটাতে পুনের লোনাভালার ওই জলপ্রপাতে যায় সাত সদস্যের ওই পরিবারটি। দুপুরে পানি কম থাকায় নিচে নামে তারা। হঠাৎ করেই পানির তীব্রতা বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যান সবাই।

প্রতিবেদনে বলা হয়, কোনোমতে দুজন কিনারায় পৌঁছাতে পারলেও বাকিরা ভেসে যায়। খবর শোনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন ৩৬ বছর বয়সী নারী ও দুজন নাবালিকা।

সন্ধ্যা হয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় উদ্ধারকাজ। সোমবার আবারও নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান শুরু করা হবে।

এদিকে, ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। রোববার কিস্তওয়ার জেলায় একটি পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।

জীবন বাঁচাতে কয়েকজনকে দৌড়ে নিরাপদে সরে যেতে দেখা গেছে। রাস্তা থেকে পাথর ও মাটি সরাতে এরইমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আগামী কয়েকদিন আরো ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন