ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

এমপি আনার হত্যারকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন (ভিডিও)

IMG
02 June 2024, 1:49 PM

শিপলু জামান, ঝিনাইদহ: ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুরে এ কর্মসূচির আয়োজন করে পৌর আওয়ামী লীগ।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান। মুলহোতাসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারীও দেন তারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন