ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

IMG
03 June 2024, 7:21 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর নটর ডেম কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। সোমবার (৩ জুন) ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ৪ জুন সকাল ৭টা থেকে ৬ জুন বিকেল ৫টার মধ্যে সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েব সাইটে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকলে আগামী ৭ জুন দুপুর ১২টায় ভর্তির দ্বিতীয় তালিকা কলেজের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

এ বছর উচ্চ মাধ্যমিকে প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন রাখা হয়েছে ১ হাজার ৮০০টি, ইংরেজি মাধ্যমে ৩০০টি। এছাড়াও কলেজের মানবিক শিক্ষা শাখায় আসন রাখা হয়েছে ৪১০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ৭৬০টি আসন। এবারও মোট আসনের দেড়গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন