ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

লোকসভা নির্বাচনে কেমন হলো চূড়ান্ত ফল?

IMG
05 June 2024, 1:49 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: স্লোগান ছিল ‘ইসবার চারশো পার’। কিন্তু কাঙ্খিত লক্ষ্য থেকে অনেক দূরেই থামতে হয়েছে বিজেপিকে। ৪০০-পার তো দূর একক সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত পেলো না পদ্ম শিবির। ২০১৪ সালে ২৮২ ও ২০১৯ সালে ৩০৩ আসন পেয়েছিল নরেন্দ্র মোদির সরকার। কিন্তু এবার আড়াইশো পারও করতে পারলো না বিজেপি। যদিও ম্যাজিক ফিগার পার করছে এনডিএ।

অপরদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে প্রথমবার এতো বড় জয় পেলো কংগ্রেস। গতবারের ৫২ আসন থেকে সংখ্যা বাড়িয়ে তা প্রায় দ্বিগুণ করলো হাত শিবির। একই সঙ্গে সকল এক্সিট পোলকে ভুল প্রমাণ করে ইন্ডিয়া জোটের ফিগার পেরোল ২৩০ আসন। ওয়েনাড় ও রায়বেরেলি দুই কেন্দ্রেই বড় ব্যবধানে জিতলেন রাহুল গান্ধী। আজ বুধবার বিরোধী জোটের বৈঠকে ঠিক হবে পরবর্তী রণনীতি বা কর্মসূচি।

মঙ্গলবার রাত পৌনে দুইটার সময় এই প্রতিবেদন লেখার সময় পাওয়া শেষ খবর অনুযায়ী, বিজেপি নেতত্বাধীন এনডিএ জোট এগিয়ে ২৯২টি আসনে। যার মধ্যে বিজেপি একাই ২৪০। অপরদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শেষ পাওয়া আপডেট অনুযায়ী ২৩৪টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। আর অন্যান্যরা এগিয়ে ১৭টি আসনে। বিজেপি টানা তৃতীয়বার সরকার গড়া বিষয়ে আত্মবিশ্বাসী। তবে আজ বুধবার বিরোধী জোটের বৈঠক কোনও চমক দেয় কিনা সেটাই দেখার।

প্রসঙ্গত, ফলাফল প্রকাশের পর রাহুল গান্ধী বলেন, "আমরা চাই না নরেন্দ্র মোদি আর অমিত শাহ আমাদের দেশ চালান। একটা বিরাট মেসেজ দেওয়া হলো। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গর্বিত তাদের জন্য। এই দেশের মানুষের জন্য। সব শেষে বলছি হিন্দুস্তানের এই সংবিধান বাঁচানোর কাজ গরিব মানুষেরা করেছেন, শ্রমিকরা করেছেন।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন