ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভোটের হারে মাত্র ০.৭% হ্রাস, তাতেই বিজেপির আসন কমলো ৬৩!

IMG
05 June 2024, 10:39 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ২০১৯ সালের তুলনায় এবার অনেকটাই খারাপ হয়েছে বিজেপির ফল। নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠনের দোড়গোড়ায় থাকলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবার। তবে ভারতজুড়ে বিজেপির ভোটের হার কমেছে খুব সামান্যই। তাতেই হু হু করে কমেছে পদ্ম শিবিরের আসন সংখ্যা।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হল মঙ্গলবার। বিজেপি গত দু'বারের মতো এককভাবে ম্যাজিক ফিগার পার করতে পারেনি। এবার তাদের ঝুলিতে ২৪০টি আসন। গতবারের তুলনায় যা ৬৩ কম। অবশ্য গোটা দেশের ভোটের হারের নিরিখে বিজেপি ২০১৯ সালের তুলনায় এবার মাত্র ০.৭ শতাংশই কম পেয়েছে।

২০১৯ সালে বিজেপি গোটা দেশে পেয়েছিল ৩৭.৩ শতাংশ ভোট। আর এবার বিজেপি পেয়েছে ৩৬.৬ শতাংশ ভোট। মাত্র ০.৭ শতাংশের এই ব্যবধানেই বিজেপি ম্যাজিক ফিগার থেকে বহু দূরে থমকে গিয়েছে। '৪০০ পার' তো দূরের কথা, ২৭২-এর ম্যাজিক ফিগার পৌঁছতে শরিকদের ওপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন নরেন্দ্র মোদি।

এদিকে, কংগ্রেস ২০১৯ সালে পেয়েছিল ১৯.৫ শতাংশ ভোট। আর ২০২৪ সালে সেই ভোটের হার বেড়ে হয়েছে ২১.২ শতাংশ। অর্থাৎ, তাদের ভোটের হার এবার বেড়েছে ১.৭ শতাংশ। আর তাতেই তাদের আসন সংখ্যা ৫২ থেকে একলাফে বেড়ে ৯৯-তে পৌঁছে গিয়েছে। বিজেপির থেকে অনেক পিছিয়ে থাকলেও এই ফল কংগ্রেসকে নতুন করে অক্সিজেন জুগিয়েছে। এমনকি সরকার গঠনের একটি ক্ষীণ সম্ভাবনাও আছে তাদের সামনে।

তবে বিজেপির এই ০.৭ শতাংশ ভোট কমার কারণে কীভাবে আসন সংখ্যায় এতো বড় ফারাক এলো? বিজেপি গুজরাট ও মধ্যপ্রদেশের মতো যে সব রাজ্যে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে, সেখানে তাদের ভোট শতাংশে বড় ধরনের কোনও হেরফের হয়নি।

অন্যদিকে উত্তর প্রদেশের মতো রাজ্যে তাদের ভোটের হার কমেছে এক ধাক্কায় ৮ শতাংশ। সেখানেই তারা গতবারের তুলনায় ২৯টি আসন কম পেয়েছে। অবশ্য দক্ষিণের বেশ কিছু রাজ্যে তাদের ভোটের হার বেড়েছে। তবে সেখানে সেই তুলনায় আসন সংখ্যা বাড়াতে পারেনি বিজেপি।

এদিকে, শুধু উত্তর প্রদেশ নয়, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির ভোটের হার অনেকটাই কমেছে গতবারের লোকসভা নির্বাচনের তুলনায়। এই রাজ্যগুলিতে তাদের আসন সংখ্যাও কমেছে। ওড়িশা, তেলেঙ্গনার মতো রাজ্যে তারা আগের বারের তুলনায় আরও ভালো ফল করেছে। খাতা খুলেছে কেরালা ও অন্ধ্রে। তবে সেখানে আসন সংখ্যা সেভাবে বাড়ানো যায়নি।

সার্বিকভাবে দক্ষিণে ভোটের হার বেড়েছে। তামিলনাড়ুতে একটি আসন না পেলেও গতবারের তুলনায় ৮ শতাংশ বেড়েছে বিজেপির ভোটের হার। এই সব মিলিয়ে গতবারের কাছাকাছি পৌঁছেছে বিজেপির ভোট শতাংশ। তবে আসন কমেছে আগেরবারের থেকে অনেক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন