ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

৬০ উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

IMG
05 June 2024, 4:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বড় ধরণের কোন সহিংসতা ছাড়াই চতুর্থ ধাপের ৬০ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ছে। এখন চলছে গণনা। আজ বুধবার ৬০ উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল ৪টায়।

নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, ৬০ জেলায় ভোটের মধ্যে ৬ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে। বাকিগুলো সনাতন পদ্ধতিতে হয়েছে। ছোটখাটো ব্যত্যয় ছাড়া কিছু জরিমানা করা হয়েছে। দু’একটি জায়গায় যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। জরিমানা করা হয়েছে। এটি বড় বিষয় না।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন