ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

শক্তিশালী বিরোধী হিসাবে নিজের কাজ করবে 'ইন্ডিয়া': খাড়গে

IMG
06 June 2024, 3:51 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির দ্বারা শাসিত না হওয়ার জনগণের ইচ্ছাকে পূরণ করা হবে। বিরোধী দলের বৈঠক শেষে এমনটাই জানালেন ইন্ডিয়া জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খাড়গে। বুধবার দিল্লির ১০, রাজাজি মার্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক হয় ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের।

এই বৈঠকে ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হয় বৈঠক। চলে ২ ঘণ্টারও বেশি। ইন্ডিয়া জোটের ৩৩ জন নেতা বৈঠকে অংশ নেন। তৃণমূলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, কেসি বেনুগোপাল, তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি, এনসিপির সুপ্রিয় সূলে, শারদ পাওয়ার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, জেএমএমের কল্পনা সোরেন, চম্পাই সোরেন সঞ্জয় রাউত, আপ নেতা সঞ্জয় সিং, রাঘব চাডডা, সিপিএমের সীতারাম ইয়েচুরি, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, আর জে ডি নেতা তেজস্বী যাদব, সিপিআই এম এল দীপঙ্কর ভট্টাচার্য, অরবিন্দ সায়ন্ত প্রমুখ।

বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানান ইন্ডিয়া দলগুলির নেতাদের। তিনি বলেন, 'আমরা ঐক্যবদ্ধভাবে, সমন্বয় করে লড়াই করেছি এবং পূর্ণ শক্তি দিয়ে লড়াই করেছি। আপনাদের সবাইকে অভিনন্দন।' খাড়গে বলেন, অষ্টাদশ লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদির বিরুদ্ধে জনাদেশ। নির্বাচনে বিজেপি প্রধানমন্ত্রী ও তার নাম নিয়ে লড়েছিল, বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে।

মল্লিকার্জুন খাড়গের কথায়, 'ব্যক্তিগতভাবে মোদিজির কাছে এটা শুধু রাজনৈতিক পরাজয় নয়, নৈতিক পরাজয়ও বটে।' তিনি বৈঠকে বলেছেন, ইন্ডিয়া জোট ভারতের সংবিধানের প্রস্তাবনায় অটুট বিশ্বাস রাখে এবং অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ন্যায়বিচারের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন , ' ইন্ডিয়া ' - ভারতের কন্ঠস্বর। দেশের জনগণ গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং আমরা পূর্ণ শক্তির এই সংকল্পকে এগিয়ে নিয়ে যাবো।

লোকসভা নির্বাচনে বিজেপিকে ম্যাজিক সংখ্যার আগেই আটকে দিতে সক্ষম হয়েছে ইন্ডিয়া। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি পদ্ম শিবির। যদিও এনডিএ ২৯৪ সংখ্যায় পৌঁছেছে। মঙ্গলবারই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, ‘ভোটের এই ফল বিজেপির নৈতিক হার। বেকারত্ব, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করেছিল। এই লড়াই শেষ হয়নি। আগামী দিনেও আমরা সংসদে এই নিয়ে আওয়াজ তুলবো। মানুষ এবার কোনও দলকেই সংখ্যাগরিষ্ঠতা দেয়নি।’

অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের সমস্ত দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, জোট সঙ্গীদের সম্মান করি। ভোটের ফল প্রকাশের দিন কংগ্রেস দপ্তরে হওয়া সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন, নরেন্দ্র মোদি-অমিত শাহ দেশের এজেন্সি ও অর্ধেক বিচার ব্যবস্থাকে কব্জা করে রেখেছে। আমাদের লড়াই ছিল তার বিরুদ্ধে। সংবিধান বাঁচানোর লড়াইয়ে এটাই প্রথম পদক্ষেপ।

ফল প্রকাশের পর থেকেই টিডিপি ও জেডিইউয়ের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এদিন সকালে দিল্লিতে এনডিএ-‌র বৈঠকে অংশ নেওয়ার আগে তেলেগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নাইডু বলেন, ‘আমি এনডিএতেই রয়েছি এবং বৈঠকে যোগ দিতে যাচ্ছি।’ বিকেলে এন ডি এ বৈঠকে হাজির হয়েছিলেন নাইডু। অন্ধ্র প্রদেশের ২৫টি আসনের মধ্যে টিডিপি একা পেয়েছে ১৬টি আসন। জোটসঙ্গী জনসেনা পার্টি (জেএনপি) দু’টি এবং বিজেপি ৩টি আসনে জিতেছে।

অন্যদিকে, বিহারের জেডিইউ প্রধান নীতীশ কুমারও দিল্লিতে এসে বৈঠক করেন। এনডিএ ‌থেকেই তৃতীয় মোদি সরকার গঠনের পক্ষে তিনি। তাঁর দল জেডিইউ ১২টি আসনে জয়ী হয়েছে বিহারে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন