ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল

IMG
06 June 2024, 7:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিন আওয়ামী লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধুৃ এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিভিন্ন থানা-ওয়ার্ডেও আনন্দ মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকালে দলের প্রধান কার্যালয়ের সামনে আনন্দ মিছিল ও শুভাযাত্রা করে। এতে দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মহানগরের নেতারা অংশ নেন। প্রস্তাবিত বাজেটকে গণমুখী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান নেতারা।

বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। নেতৃত্ব দেন সংগঠনটির দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাসহ নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় এইচ এম রেজাউল করিম রেজা সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ।

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপনের পরপরই মিছিল করেছে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এবারের বাজেট অন্তর্ভুক্তিমূলক, গণমুখী ও শিক্ষাবান্ধব। তিনি বলেন, আমরা মনে করি, শেখ হাসিনা সরকারের এই বাজেট সম্ভাব্য সব চ্যালেঞ্জের প্রত্যেকটি সূচকে সাফল্যের পরিচয় দিয়েছে। এ সময় আওয়ামী লীগ সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউ দলের প্রধান কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করে কৃষক লীগ। এতে সংগঠনটির সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

একইভাবে বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মৎসজীবী লীগ। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাঈদ ও সাধারণ সম্পাদক শেখ আজগর নষ্কর।

এদিকে, দেশের ৫৪ তম এবং শেখ হাসিনার সরকারের ১৬তম বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার নিজেদের শক্তির জানান দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতারা। এদিন রাজধানীর ওয়্যার স্ট্রিট ও র‌্যাংকিন স্ট্রিট এলাকায় ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু এবং সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি ওয়ারী থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং ওয়ারী থানা আওয়ামী লীগের ক্লাবের সামনে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ডেমরা-যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এতে অংশ নেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, সাধারন সম্পাদক হারুনর রশীদ মুন্না, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা মো: জিয়াউদ্দিন জিয়া, ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন আহমেদ ভ’ইঁয়া সেন্টু, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৬৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী খলিলুর রহমান খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন