ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সাদিক এগ্রোর অবৈধ অংশ গুঁড়িয়ে দিল ডিএসসিসি

IMG
27 June 2024, 4:26 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খালের ওপর গড়ে তোলা গবাদি পশুর খামার সাদিক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

পাশাপাশি খাল দখল করে অবৈধভাবে অস্থায়ী যে সব ঘরবাড়ি তৈরি করা হয়, সেগুলোও উচ্ছেদ করা হয়েছে।

এ খামারের অবৈধ অংশ উচ্ছেদের সময় খামার মালিককে দেখা যায়নি। উচ্ছেদের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনও কর্তাব্যক্তি কথা বলেননি। কিন্তু খামারের একাধিক কর্মচারী বলেন, এ জায়গা সাদিক এগ্রোর সম্পত্তি না। মালিক এটি ভাড়া নিয়েছেন।

এরআগে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ডিএনসিসির সম্পত্তি বিভাগের মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

সাদিক এগ্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে শুরু হওয়া অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে এই খামারে থাকা গরু ও ছাগলগুলো সরিয়ে ফেলে সাদিক এগ্রোর কর্মচারীরা। এদিন সকাল থেকে এগ্রোর আশপাশে প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেনকে দেখা যায়নি।

সম্প্রতি ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে খামারটি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন