ঢাকা      শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সচিব সভায় দুর্নীতির বিরুদ্ধে আসতে পারে কঠোর নির্দেশনা

IMG
03 July 2024, 9:55 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারের নানা উদ্যোগের পরও সরকারি দপ্তরে কমছে না দুর্নীতি। প্রশাসনের কিছু কর্মকর্তা দুর্নীতি করছেই। এতে বিব্রত হচ্ছে সরকারের পুরো ব্যবস্থাপনা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামীকাল বৃহস্পতিবার সচিব সভা ডাকা হয়েছে।

বিকেল সাড়ে চারটায় মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সরকারের নির্বাচনী ইশতেহারে এবার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। তাই নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, নতুন অর্থবছরের বাজেট স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি দমনে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন বিষয়ে সচিব সভায় আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সে যে-ই হোক, দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের এমন অবস্থান তুলে ধরেন সরকার প্রধান।’

মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, সচিব সভায় সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের দুর্নীতি দমনে সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হবে। কারণ, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানসহ সরকারের অনেক কর্মকর্তা কোটি কোটি টাকার মালিক হলেও সরকারি দপ্তরে কোনো তথ্য নেই। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি এবার আলোচনায় এসেছে। তাই সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিজ নিজ জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে। অনেকে ধারণা করেন, দুর্নীতি দমন শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ। এভাবে ভাবলে হবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্সের’ কথা বলেছেন। তাই এবিষয়ে সব সচিবদের কাজ করার নির্দেশ দেবেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় গত ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ওই বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির বিরুদ্ধে সচিবদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি অর্থের সাশ্রয় ও রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন