ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাইবান্ধার তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

IMG
22 May 2024, 12:47 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় জয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু। তিনি দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৭৯৬ ভোট। কাপ-পিরিচ প্রতীকে ৪৮ হাজার ৯৪৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইস্তেকুর রহমান।

এছাড়া পলাশবাড়ী উপজেলায় জয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবে সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুত। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৯৫ ভোট। দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৭৪ ভোট ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম।

অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় জয়ী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাকিল আলম বুলবুল। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৪৮ ভোট। মোটরসাইকেল প্রতীকে ৮২ হাজার ৪৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান

এ বিষয়ে গাইবান্ধা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, নির্বাচন আবাধ সুষ্ঠু ও শান্তির্পণূ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন