ঢাকা      সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

IMG
16 June 2024, 1:53 PM

গাইবান্ধা , বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার ফুলছড়িতে ১০০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩, গাইবান্ধার সদস্যরা।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করে। আটকের পর শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটককৃত মো. রেজাউল ওরফে নাদু (২৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া গ্রামের মো. রহিমের ছেলে।

র‍্যাব জানায়, শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি টহল দল মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১০০ বোতল বিদেশি মদ জব্দসহ রেজাউলকে আটক করা হয়।

র‌্যাব-১৩ মিডিয়া উইংয়ের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, আটক রেজাউল সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক মাদক কারবারি রেজাউল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

আটক মো. রেজাউল ওরফে নাদুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন