ঢাকা      বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সিলেটের বন্যা পরিস্থিতির ‘খোঁজখবর নিচ্ছেন' প্রধানমন্ত্রী

IMG
19 June 2024, 12:02 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: পাহাড়ি ঢল আর ভারি বর্ষণে সিলেট নগরীতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি। মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় নগর ভবনের সভা কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, চলমান বন্যায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সিসিক কতৃর্পক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ সহায়তা শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে রান্না করা খাবার ছাড়াও ওষুধ সামগ্রী পৌঁছে দেয়া হবে। দুর্গত এলাকাগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে নগর ভবন। বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ করছে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, বন্যায় আতঙ্কিত না হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন। যাদের বাসায় বৈদ্যুতিক লাইন পানির নিচে ডুবে গেছে তারা স্থানীয় কাউন্সিলরকে অবগত করে সিটি করপোরেশনের সহায়তা নিন। অতীতের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নগরবাসীর পাশে আছে সিলেট সিটি করপোরেশন।

তিনি জরুরি প্রয়োজনে নগর ভবনে সরাসরি কিংবা হটলাইন নম্বরে (০১৯৫৮২৮৪৮০৭) যোগাযোগ করতে বলেন। পরিস্থিতি মোকাবেলায় বিত্তবান মানুষ ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। এর আগে, সন্ধ্যা ৭টায় বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বিশেষ সভা করে সিটি করপোরেশন পরিষদ। সভায় বন্যা পরিস্থিতিতে করণীয়, পানিবন্দিদের দ্রুত আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থাপনাসহ নানা দিক নিয়ে আলোচনা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন