ঢাকা      সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন

IMG
27 June 2024, 6:46 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধায় বিনা কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রতিবাদে সালামের বাজার এলাকায় এক মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সালামের বাজার এলাকায় মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার প্রায় দেড় শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ হায়দার আলী, সাজু মাস্টার, সাইদার রহমান ও দোকান মালিক সালামসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, গত চার দিন আগে বিনা কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লীবিদ্যুৎ সমিতি। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়েসের মানুষের জীবন-জাপন অতিষ্ঠ হয়ে পড়েছে। বক্তারা ওই এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি জানান।

এ ব্যাপারে গাইবান্ধা পল্লীবিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, বিদ্যুতের বিষয় নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে স্থানীয়রা বিদ্যুৎবিভাগের কর্মচারীদেরকে মারধর করে। এতে সাময়িক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে আজ ওই এলাকায় বিদ্যুৎসংযোগ চালু করা হয়েছে।






বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন