ঢাকা      সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

তিস্তার ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

IMG
27 June 2024, 6:51 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: তিস্তার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল শহরের ১নং রেল গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ডিবি রোডের গানাসাসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে গণতান্ত্রিক ছাত্র জোট ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠনের সমন্বয়ে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক ও ছাত্র জোটের সমন্বয়ক সেলিম হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কামরুল হাসান বসুনিয়া প্রমূখ।

সমাবেশে বক্তারা, ভারতীয় আগ্রাসনের রুখে দেওয়া, তিস্তার পানির ন্যায্য হিস্যা, বাংলাদেশের রেলপথে ভারতকে একতরফা করিডোর দেওয়া, সীমান্তে সকল ধরনের হত্যা বন্ধ, ভারতের সাথে সকল অসম চুক্তি বাতিল করার দাবি জানান। সেই সাথে পররাষ্ট্র নীতি মধ্যে দিয়ে বাংলাদেশকে হুমকির মধ্যে ফেলার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।





বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন