ঢাকা      সোমবার, ২৪ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল: নৌ প্রতিমন্ত্রী

IMG
23 May 2024, 2:55 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন ১১ দিন সকল নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌপথে ঈদযাত্রা নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক বৈঠক শেষে একথা বলেন খালিদ মাহমুদ।

নৌ প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানীর পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। ঈদের আগে তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পঁচনশীল পণ্য ছাড়া সব পণ্য পরিবহন বন্ধ থাকবে।

যাত্রী সেবার ক্ষেত্রে আমরা আন্তরিক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে আবহাওয়ার বার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন