ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

৩০ ফ্লাইটে দেশে ফিরেছেন সাড়ে ১১ হাজার হজযাত্রী

IMG
24 June 2024, 1:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র হজ পালন শেষে নিজ দেশে ফেরা শুরু করেছেন হজযাত্রীরা। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (২০ জুন) সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেন তারা। এরপর থেকে রোববার (২৩ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩০টি ফিরতি ফ্লাইটে ১১ হাজার ৬৪০ জন হাজি দেশে ফেরত এসেছেন।

আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত ৩০টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। আর এই ৩০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ৮, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০ এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১২।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছে ছিলেন তারা। হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রেই এই জানা যায়।

পোর্টালে দেওয়া তথ্যমতে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় ৪ জন, জেদ্দায় ১ জন এবং মিনায় ২ জন মারা যান।

উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন