ঢাকা      মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

IMG
29 June 2024, 8:12 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাজ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত। আজ শনিবার বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচের শুরুতে টসে মুদ্রা ছোড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। টেলস কল করেন রোহিত শর্মা। টস জিতে ভারতের অধিনায়ক আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। দক্ষিণ আফ্রিকাও একই একাদশ নিয়ে খেলবে।

সাত মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ ফাইনালে ভারত। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি রোহিত শর্মার দল। ২০১১ সালের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা কি পারবে ১৩ বছরের আক্ষেপ ঘুচাতে? বেশ দাপটের সঙ্গে এবারের ফাইনালে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা, যারা প্রথমবার যে কোনও ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে প্রথমবার উঠেছে। বারবাডোসে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল।


দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), আইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়ে, তাবরাইজ শামসি।


ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরা।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন