ঢাকা      বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিনিধি দল

IMG
12 May 2024, 7:37 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলের সদস্যবৃন্দ। আজ রোববার সকাল ১০টায় কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর ক্যাম্প এক্সটেনশনে পৌঁছেন। দীর্ঘ ৩ ঘন্টা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।

ক্যাম্পের পরিস্থিতি জানা ও বিভিন্ন সংকট নিরসনে সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে এই ক্যাম্প পরিদর্শন- বলে জানিয়েছেন কমিটির সভাপতি।
প্রতিনিধি দলটির সাথে রয়েছেন- কমিটির সদস্য হুইপ সাইমুম সরওয়ার কমল, নুরুল ইসলাম নাহিদ, জাহিদ আহসান রাসেল , নাহিম রাজ্জাক, হাবিবুর রহমান ও জারা জাবীন মাহবুব। সকাল ১০টায় ৪ নম্বর ক্যাম্প এক্সটেনশনে পৌঁছে প্রতিনিধিরা ঘন্টাব্যাপী রোহিঙ্গাদের রেশন বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। বিষয়গুলোর খুটিনাটি জানার চেষ্টা করেন। এরপর কমিটির সদস্যরা যান ৫ নম্বর ক্যাম্পে। সেখানে উপস্থিত ৫০ জনের বেশি রোহিঙ্গা প্রতিনিধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি।

এই সময়ে রোহিঙ্গারা জানায়, যে কোন মূল্যে তারা স্বদেশে ফিরতে চায়।

প্রতিনিধি দলটি শিশু শিক্ষা কার্যক্রম সেন্টার ও ঘুমধুমস্থ ট্রানজিট সেন্টার পরিদর্শন করেন। পরে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে বৈঠক করেন ক্যাম্প ইনচার্জদের সঙ্গে।

জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল জানান, রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে। স্বদেশে ফিরতে রোহিঙ্গারা বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন।

কমিটির সভাপতি এ কে আবদুল মোমেন জানান, ক্যাম্পের পরিস্থিতি জানতে এই পরিদর্শন। আলাপ করে যা পাওয়া গেছে, তা নিয়ে সংকট নিরসনে সুপারিশমালা প্রণয়ন করা হবে।

এদিকে, পরাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ সফরে কক্সবাজার রয়েছেন। তিনি বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠকে উপস্থিত থাকবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন