ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভেনিসে বিয়ে করবেন মিষ্টি জান্নাত

IMG
22 May 2024, 12:36 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঢাকাই ছবির আলোচিত নাম মিষ্টি জান্নাত। কদিন ধরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে ব্যাপক সরব ‘লাভ স্টেশন’ সিনেমার এই নায়িকার।

অন্যদিকে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে তার চুমুকাণ্ড ও লং ড্রাইভের প্রস্তাব নিয়ে বিতর্ক তুঙ্গে রয়েছে। পেশায় চিত্রনায়িকা ও ডেন্টিস্ট মিষ্টি নিজের বিয়ের বিষয়ে কালবেলার মুখোমুখি হলেন। কাকে বিয়ে করছেন বিষয়টি খোলাসা না করলেও ইউরোপের দেশ ইতালির ভেনিসে বিয়ে করতে চান বলে জানালেন মিষ্টি।

বিয়ের অনুষ্ঠানে তেমন কোনো অতিথিও রাখতে চান না বলেও জানান।

এদিকে সুপারস্টার শাকিব খানের সঙ্গে তিনটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। তবে কবে সেসব সিনেমার শুটিং হবে তা নিশ্চিত করেননি এই সুন্দরী।

শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে মিষ্টি বলেছেন, তাকে আরবের শেখ ও বাদশারাও বিয়ে করতে চান। সুতরাং শীর্ষ নায়কের সঙ্গে বিয়ের বিষয়টির গুঞ্জন সেভাবে দেখছেন না তিনি।

নিজের বিলাসবহুল জীবন নিয়ে মিষ্টি জানালেন, পারিবারিকভাবেই তার পরিবার বনেদি। ফ্ল্যাট পারিবারিক অর্থে কেনা। এ ছাড়া নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকেও ভালো আয় করে থাকেন তিনি। কারও ওপর নির্ভর করতে হয় না।

সিনেমা কাস্টিং প্রসঙ্গে মিষ্টি বলেন, আমার সৌন্দর্য ও যোগ্যতা দেখেই প্রযোজকরা কাস্ট করে থাকেন। পড়াশোনা ব্যবসায়িক কাজের কারণে অভিনয়ে মাঝে খুব একটা সময় দিতে পারিনি। তবে এখন থেকে দর্শক আমাকে নিয়মিতই দেখতে পাবেন।

কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তীর বিপরীতে ‘আমার প্রেম তুমি’ সিনেমায় অভিনয় করেছেন মিষ্টি। যৌথ প্রযোজনার সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানান তিনি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন