ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভারতের সহযোগিতায় তিস্তা প্রকল্প হবে: প্রধানমন্ত্রী

IMG
25 June 2024, 12:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তিস্তা মহাপরিকল্পনায় ভারতের সহযোগিতার আশ্বাস পেয়েছেন বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ভারতের সহযোগিতায় বাংলাদেশে তিস্তা প্রকল্প করবো। সেই বিষয়ে নয়াদিল্লি আমাদের আশ্বাস দিয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দুই দফা ভারত সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। কারণ, আমরা এই দেশকে স্বাধীন করেছি। এতে যে কষ্টটা ভোগ করেছি, সেটা আমরা জানি। যারা দেশ বিক্রির কথা বলে, তারা পাকিস্তানের দালালি করেছে।’

প্রশ্নোত্তর পর্বের আগে সংবাদ সম্মেলনে ভারতে দুদিনের সফর নিয়ে একটি লিখিত বিবৃতি দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘এ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’

সংবাদ সম্মেলনে সরকারের কয়েকজন মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন। বরাবরের মতোই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হেযেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত শুক্রবার নয়াদিল্লি যান শেখ হাসিনা, দেশে ফেরেন শনিবার। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে দুদেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সাতটি নতুন এবং তিনটি নবায়ন করেছে।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একটি লিখিত বিবৃতি ছাড়াও প্রশ্ন করার সুযোগ পান গণমাধ্যমকর্মীরা। এতে সফরের বাইরেও সাম্প্রতিক অর্থনৈতিক বা রাজনৈতিক বিষয়গুলোও উঠে আসে।

এর আগে প্রধানমন্ত্রী সবশেষ গত ২ মে তার থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন