ঢাকা      সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি পূরণের তাগিদ চীনের

IMG
29 June 2024, 5:48 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে আবারও তাগিদ দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। মুখপাত্র বলেন, বৃহস্পতিবার চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাও সুই এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল বর্তমান চীন-মার্কিন সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফোনে কথা বলেন।

তিনি আরও বলেন, ফোনালাপে মা চাও সুই তাইওয়ান, সিচাং, দক্ষিণ চীন সাগর ও ইউক্রেন ইস্যুতে চীনের দৃঢ় অবস্থান পুনরায় ব্যাখ্যা করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগকে সম্মান করা এবং চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন