ঢাকা      বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বেরিলের দাপটে বন্ধ বিমান চলাচল, বার্বাডোজে আটকে বিশ্বকাপজয়ী রোহিতরা

IMG
01 July 2024, 2:38 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইতোমধ্যে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। গত শনিবার (২৯জুন) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে এখনো দেশে ফিরতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। ‘অত্যন্ত বিপজ্জনক’ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বার্বাডোজের ব্রিজটাউনে আটকা পড়েছে রোহিত-কোহলিরা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘বেরিল’ নামের ঘূর্ণিঝড়টিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি ফোর বা চতুর্থ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আটলান্টিকে মহাসাগর থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি ক্যাবিবীয় অঞ্চলে ধেয়ে আসছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, সোমবার ব্রিজটাউন ত্যাগ করার কথা ভারতের। ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, এরপর সেখান থেকে বাণিজ্যিক বিমানে ভারত দলের মুম্বাই ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আপাতত সে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।

এদিকে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বার্বাডোজের বিমানবন্দর খোলা থাকবে কি না, প্রাথমিকভাবে সেদিকে তাকিয়ে ছিল বিসিসিআই। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, সে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে বাণিজ্যিক উড়োজাহাজের বদলে চার্টার ফ্লাইটে করে ক্রিকেটারদের ফেরানোর কথা ভাবছে বিসিসিআই। তার জন্য অবশ্য বার্বাডোজের বিমানবন্দর সচল থাকতে হবে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন